এই মহৎ উদ্যোগে নিজের বিশ্বকাপ ফাইনালের গ্লাভস নিলামে তুললেন এমি মার্টিনেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ে মূখ্য ভূমিকা রেখেছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহুর্তে কোলো মুয়ানির গোল বাঁচিয়ে দেন এমি মার্টিনেজ। এবং পেনাল্টি শুটআউটে রুখে দেন কিংসলে কোম্যানকে।
এবার সেই ফাইনালে পড়ে থাকা গ্লাভস নিলামে দিলেন এমি মার্টিনেজ। কিন্তু কেন? বিশ্বকাপের সেরা গোলকিপার ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য এমনটা করেছেন।
বুয়েনোস এইরেসের গারাহান হাসপাতালের অঙ্কোলজি বিভাগে গিয়েছে নিলামের অর্থ। ফেব্রুয়ারি মাসে যখন এই নিলামের কথা ঘোষণা করেন, সেই গ্লাভসে নিজের সইও করেন মার্টিনেজ।
সেই নিলাম থেকে প্রায় ৪৫ হাজার মার্কিন ডলার অর্থ উঠেছে, যা তিনি সেই হাসপাতালে দান করেছেন। এই নিলাম নিয়ে এমি মার্টিনেজ বলেছেন, "যখন সুযোগ এসেছিল বিশ্বকাপ গ্লাভসগুলি নিলামে দেওয়ার, আমি কোনও কিছুই ভাবিনি। বাচ্চাদের জন্য এটি একটি ভালো কাজ।"
"বিশ্বকাপ ফাইনাল রোজ রোজ খেলা হয় না, এই গ্লাভসগুলি খুব স্পেশ্যাল। কিন্তু এতে যদি কোনও শিশুকে সাহায্য করে, তাহলে দেওয়ালে ফ্রেমবন্দী হওয়ার থেকে নিলাম হওয়া ভালো।"