এক্সক্লুসিভ: সম্পর্ক শেষের চুক্তিপত্র কোয়েসকে পাঠাল ইস্টবেঙ্গল...

কলকাতা: সোনালী করমর্দনের দিকে আরও একধাপ এগিয়ে গেল কোয়েস ও ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সকালেই চলে আসে অজিত আইজ্যাকেরর ফোন। তিনি বলেন ক্লাব ও কোয়েসের বিচ্ছেদের ব্যাপারটা দ্রুত নিষ্পত্তি করে নিতে। একইভাবে তিনি বলেন যারা তাঁর কোম্পানির শেয়ার হোল্ডার তাদেরকে কথা দেয়া আছে, কোয়েস আর ফুটবলের সঙ্গে জড়িত থাকবে না। পাশাপাশি ক্লাব লাইসেন্সিং-এর জন্য দেরি হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের। লাল-হলুদ ক্লাব কর্মকর্তারা তাঁর সঙ্গে সহমত পোষণ করেন।
সেই সঙ্গে আজই তৈরি হয়ে গেল ড্রাফট। সেটা কোয়েসকে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সমস্ত কাগজপত্র দ্রুত ক্লাবকে ফিরিয়ে দেওয়া হোক, যাতে ক্লাব লাইসেন্সিংয়ে কোনো সমস্যা না হয়। পাশাপাশি কোয়েস নিজে এআইএফএফকে জানিয়ে দেবে আর কোন রকমভাবে ক্লাবের স্পোর্টিং রাইটের সঙ্গে যুক্ত থাকবে না তারা।
এরকম অনেকগুলি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি পেমেন্ট সংক্রান্ত কিছু বকেয়া ছিল কোয়েসের পক্ষ থেকে, সেগুলির দায়িত্ব ইস্টবেঙ্গল নিচ্ছে। ক্লাব থেকে যে ড্রাফট পাঠানো হয়েছে, তার উত্তর কয়েকদিনেই আসবে। তবে যে বরফটা একেবারে গলছিল না তা গলতে আরম্ভ করেছে। দুপক্ষই সদর্থক ভূমিকা নিয়েছে। ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইট ফিরে পাওয়া এখন সময়ের অপেক্ষা।