ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন এই ভারতীয়। কে তিনি? জানতে পড়ুন…

নিজস্ব প্রতিনিধি: মোহনবাগান দিবসের দিন খুশির খবর পেলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। আগামী মরসুমের জন্য লাল-হলুদের কোচ হিসেবে নিযুক্ত হলেন এএফসি প্রো লাইসেন্সধারী ফ্রান্সিসকো জোস ব্রুটো দ্যা কস্টা। একটা সময় মালয়েশিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। ইনভেস্টর ইস্যু এখনও মেটেনি। তবুও কোচ নিয়োগ করে ইতিবাচক বার্তাই দিলেন লাল-কর্তারা।
আপাতত এক মরসুমের জন্যই লাল-হলুদের দায়িত্ব নিলেন তিনি। এর আগে তৃতীয় আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেডের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এই ভারতীয়। তবে এর চেয়েও বড় তথ্য হল ভারতীয় ফুটবলের গ্রাসরুট ডেভেলপমেন্টের সঙ্গে তিনি গত ১৪ বছর ধরে যুক্ত আছেন। গত ১৪ বছর তিনি অনুর্দ্ধ-১৪, অনুর্দ্ধ-১৭ ও অনুর্দ্ধ-১৯ দলের এআইএফএফ এলিট একাডেমির দায়িত্ব পালন করেছেন। ফলে ভারতীয় ফুটবল সম্পর্কে যে তাঁর জ্ঞান আছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এখন এই ভারতীয় কোচের তত্বাবধানে বলবন্ত সিং-কেভিন লোবো'রা কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার বিষয়।