রোনাল্ডো আল নাসেরের কাজ কঠিন করে দিচ্ছেন! জানালেন দলের সতীর্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি আল নাসেরের হয়ে সৌদি প্রো লিগে নিজের প্রথম গোল করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেনাল্টি স্পট থেকে শুধু নিজের প্রথম গোল করাই নয়, আল নাসেরকে শেষ মুহূর্তে নিশ্চিত হার থেকে বাঁচান ক্রিশ্চিয়ানো। তবে রোনাল্ডোর মতন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার আল নাসেরে যোগ দেওয়ায়, সৌদি এই ক্লাবের কাজ সহজ হওয়ার পরিবর্তে আরও কঠিন হয়ে গেছে বলে গুরুতর অভিযোগ আল নাসেরের এক খেলোয়াড়ের।
আল নাসেরের ফুটবলার লুইজ গুস্তাভো সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "অবশ্যই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপস্থিতি আমাদের কাজ আরও কঠিন করে তোলে, কারণ সব দলই তাঁর বিরুদ্ধে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে, এবং রোনাল্ডো সকলকে প্রেরণা যোগান।"
আল নাসেরে যোগ দেওয়ার পর রোনাল্ডো এখনও পর্যন্ত একটি মাত্র গোল করতে পেরেছেন, স্বাভাবিক ভাবেই ফুটবল মহলে আরও একবার পাঁচ বারের ব্যালন ডিওর জয়ীকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এবার তাঁর দলেরই সতীর্থ গুস্তাভোর এমন মন্তব্যের জেরে আরও একবার হট টপিক রোনাল্ডো।
যদিও গুস্তাভো জানিয়েছেন, "আল নাসেরে রোনাল্ডোর উপস্থিতি বিশাল সুবিধা করে দেয় আমাদের, কারণ আমরা প্রতিদিন তার থেকে শিখতে পারি, তিনি শারিরীক এবং প্রযুক্তিগত ভাবে মহান ক্ষমতার অধিকারী।"