'মেসি-মেসি' চিৎকার! রাগের চটে এ কী করলেন রোনাল্ডো?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার সৌদি প্রিমিয়ার লিগের ম্যাচ পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য একদমই ভাল যায়নি। এক দিকে আল ইত্তিহাদের কাছে ৮০ মিনিটে গোল খেয়ে হেরে লিগ টেবিলের দ্বিতীয় নম্বরে নেমে আসা। অন্যদিকে হাজার হাজার ইত্তিহাদ সমর্থকদের তাঁর চিরপ্রতিদ্বন্দ্বীর নামে স্লোগান দিয়ে যাওয়া। সবশেষে রাগ সামলাতে না পেরে লাথিই মেরে বসলেন ক্রিশ্চিয়ানো!
ঘটনার সূত্রপাত আল ইত্তিহাদের কাছে ১-০ গোলে পরাজয়ের পর। গ্যালারি থেকে যখন বিপক্ষ সমর্থকদের কটাক্ষের স্লোগান ভেসে আসতে থাকে তখন রোনাল্ডো বেজায় চটে যান। তাকে শান্ত করে তাঁর সতির্থরা তাকে মাঠের বাইরে নিয়ে যেতে থাকেন।
টানেলের কাছাকাছি আসতেই মাঠে রাখা জলের বোতল দেখতে পেয়ে সব রাগ উগরে দেন রোনাল্ডো। সজোরে লাথি মারেন সেই বোতলে। এরপর হাত তুলে রাগ প্রকাশের অঙ্গভঙ্গি করতে করতে সাজঘরের দিকে চলে যান তিনি।
আর এর পরেই নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হন রোনাল্ডো। যদিও ম্যাচ শেষে রোনাল্ডো সোশ্যাল মিডিয়াতে জানান আগামী ম্যাচগুলিতে তিনি ও তাঁর দল ফিরে আসবে। তবে নিজের সুদীর্ঘ সোনালি কেরায়ারের শেষ প্রান্তে এসে এমন আচরণ মেনে নিতে পারছেন না তার ভক্তরাও। সব মিলিয়ে আরবের দেশে গিয়েও শান্তিতে নেই ৫ বারের ব্যালন ডিওর জয়ী এই কিংবদন্তি খেলোয়াড়।