বিপক্ষ ফুটবলারের প্রাণ বাঁচিয়ে ফিফার তরফ থেকে বিশেষ পুরষ্কার পেলেন এই ডিফেন্ডার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার সুইজারল্যান্ডে আয়োজিত হল ফিফার বর্ষসেরা 'দ্য বেস্ট' পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে সমস্ত হেডলাইন হয় লিওনেল মেসির নামে, যিনি বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরষ্কার জিতেছেন।
তবে এদিনের অনুষ্ঠানের অন্যতম বড় পুরষ্কার ছিল ফিফা ফেয়ার প্লে পুরষ্কার, যা পান ডিফেন্ডার লুকা লোচোশভিলি। ফুটবল বিশ্বের অধিকাংশ মানুষ হয়ত তার নামই শোনেননি। তবে ক্রেমোনেসের এই ডিফেন্ডার যে কাজের জন্য এই পুরষ্কার পেয়েছেন, তা নিঃসন্দেহে মানবতার সর্বোচ্চ উদাহরণকে সামনে আনে।
জর্জিয়ার এই ডিফেন্ডার যখন অস্ট্রিয়ান লিগে উলফসবার্গার এসির হয়ে খেলছিলেন, সেই সময়ে এক ম্যাচে প্রতিপক্ষের এক ফুটবলারের প্রাণ বাঁচান।
খেলা চলাকালীন বিপক্ষ ফুটবলারের সাথে ধাক্কা লেগে মাঠে অজ্ঞান হয়ে পড়ে যান অস্ট্রিয়া ভিয়েনার জর্জ টেইগল। সেই সময় লোচোশভিলি দৌড়ে গিয়ে টেইগলের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। যাতে টেইগলের জিভ গলায় না ঢুকে যায়, তার চেষ্টা করেন লোচোশভিলি। মুহুর্তের মধ্যে এই কাজ করায় প্রাণে বেঁচে যান টেইগল।
তবে সোমবার এই পুরষ্কার গ্রহণ করতে আসতে পারেননি লোচোশভিলি। মঙ্গলবার সিরি আ-তে রোমার বিরুদ্ধে খেলতে নামবে লোচোশভিলির দল ক্রেমোনেস। গত বছরের আগস্ট মাসে ১.৬ মিলিয়ন ইউরোতে ক্রেমোনেসে সই করেন লোচোশভিলি।
তবে খেলার দিক থেকে সেভাবে নাম না করলেও মানবতার দিক থেকে নিঃসন্দেহে ইতিহাসের পাতায় থেকে যাবেন লোচোশভিলি, এমনটাই বলা যায়।