২০২৬ বিশ্বকাপে মেসি কি খেলবেন? গুরুত্বপূর্ণ আপডেট দিলেন আর্জেন্টিনা হেড কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে নিজের স্বপ্নপূরণ করেছেন লিওনেল মেসি। কিন্তু ৩৫ বছরের এই মহাতারকা কি খেলবেন ২০২৬ বিশ্বকাপ। সেই সময়ে মেসির বয়স হবে ৩৯, আর এই বয়সে সাধারণত ফুটবলাররা অবসর নিয়ে থাকেন।
তবে মেসির খেলা নিয়ে এবার বিশেষ বার্তা দিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। ইতালিতে এক ইভেন্ট চলাকালীন স্কালোনি বলেছেন, "পরের বিশ্বকাপ খেলাটা লিওর সিদ্ধান্ত, যদি ওনার শরীর আমার জন্য নিতে পারে, তাহলে উনি খেলবেন।"
এরপর স্কালোনি বলেছেন, "আমাদের খেতাব জয়ের পিছনে, সমর্থক-স্টাফ ও খেলোয়াড়দের মধ্যেকার ইচ্ছাশক্তিই ছিল গুরুত্বপূর্ণ। যা এই জার্সি পড়ার আবেগকে ত্বরান্বিত করেছে।"
চলতি মাসের শুরুতে, ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে মেসি বলেছেন, "আমি ফুটবল খেলতে ভালোবাসি। আমি যা করি তা আমি ভালোবাসি এবং যদি আমার ভালো লাগে আর যদি আমি ফিট থাকি, তাহলে আমি চালিয়ে যাব। কিন্তু পরবর্তী বিশ্বকাপ অবধি যাওয়াটা বড্ড বেশি হয়ে যাবে।"