হেড কোচ গ্রাহাম পটারকে সরিয়ে দিল চেলসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার কঠোর সিদ্ধান্ত নিল চেলসি। নিজেদের হেড কোচ গ্রাহাম পটারকে সরিয়ে দিল ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব।
আর এমনটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। এই মুহুর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে ১১তম স্থানে ধুঁকছে চেলসি। ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে ৩১টি ম্যাচে দায়িত্ব নিয়েছেন পটার, যার মধ্যে কেবল ১২টিতে জয় এসেছে।
চেলসির অধিগ্রহণে আসা নতুন ম্যানেজমেন্ট গত বছরের সেপ্টেম্বরে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে নিয়ে আসে গ্রাহাম পটারকে।
এমনকি, পটারকে সাহায্য করার জন্য একাধিক বড় সাইনিং করে চেলসি। ৬০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ খরচ করে এনজো ফার্নান্ডেজ, মিখাইলো মুদ্রিক, জোয়াও ফেলিক্সের মত তারকাদের আনা হয় দলে। তবুও লিগে এমন খারাপ ফল, এই কারণেই পটারকে সরাতে বাধ্য হল চেলসি।
আপাতত চেলসির অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব সামলাবেন ব্রুনো সাল্টোর। লিগে অবস্থা খারাপ হলেও ইউরোপে আপাতত টিকে রয়েছে চেলসি। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে হবে চেলসিকে।