পিছিয়ে থেকেও চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে চেলসি, বড় জয় বেনফিকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২২-২৩ এর নক আউট পর্যায়ের দ্বিতীয় লেগের খেলা শুরু হয়ে গেছে। প্রথম লেগে পিছিয়ে থাকা চেলসি এদিন ঘরের মাঠে ২-০ গোলে জিতে চলে গেলো কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে পর্তুগালের ক্লাব বেনফিকা, বেলজিয়ামের ক্লাব ব্রুগেকে এদিন বড় ব্যবধানে হারায়। প্রথম লেগে ২ গোল এবং দ্বিতীয় লেগে ৫ গোলের সুবাদে ৭-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উত্তির্ন হল বেনফিকা দল।
চেলসি বনাম ডর্টমুন্ড হাইভোল্টেজ ম্যাচে বিনোদনের অভাব ছিলনা। জার্মানির ডর্টমুন্ড নিজেদের ঘরের মাঠে ১-০ জিতে এদিন মাঠে নামলেও স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বুধবার চেলসির কাছে হার স্বীকার করতেই হয়। তবে চেলসির জয়সূচক গোল নিয়ে চলছে বিতর্ক।
৪৮ মিনিটে ভিএআর এর সিদ্ধান্তে চেলসি পেনাল্টি পেলে কাই হাভার্টজ পেনাল্টি শটটি পোস্টে মারেন। কিন্তু তার পরেই ভিএআর জানায় পেনাল্টিটি আবার মারতে হবে কারণ কাই হাভার্টজ পেনাল্টি মারবার আগেই পেনাল্টি বক্সে ঢুকে গেছিলেন দুই দলের খেলোয়াড়েরা। দ্বিতীয়বার পেনাল্টি মারতে গেলে গোলে বল জরাতে ভুল করেন নি কাই। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠল গ্রাহাম পটারের চেলসি।
অন্যদিকে বেনফিকা নিজেদের ঘরের মাঠে ৫ গোল মারে ক্লাব ব্রুগে। এই ম্যাচে বেনফিকার নায়ক হয়ে ওঠেন গঞ্জালো র্যামোস। এই গঞ্জালো র্যামোসই ২০২২ বিশ্বকাপে পর্তুগালের হয়ে হ্যাটট্রিক করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন। বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও দুই গোল করে বুঝিয়ে দিলেন ভবিষ্যতে ইউরোপ কাঁপাতে প্রস্তুত এই তরুণ প্রতিভা।