খারাপ পারফরম্য়ান্সের জের, চেলসির কোচের পরিবারকে প্রাণনাশের হুমকি সমর্থকদের!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ সময় থেকেই তাঁকে ছাটাইয়ের সম্ভাবনা রয়েছে। দলের পারফরম্য়ান্স ভালো নয়। এরই মাঝে অজ্ঞাত পরিচয় ব্য়ক্তিরা লাগাতার তাঁর পরিবারকে খুনের হুমকি দিয়ে যাচ্ছে। ঘরে বাইরে প্রবল চাপে ঘুম উড়েছে চেলসি কোচ গ্রাহাম পটারের। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মরসুমে পারফরম্য়ান্স একেবারেই ভালো নয় চেলসির।
ম্য়াঞ্চেস্টারের দুই ক্লাব, আর্সেনাল ও লিভারপুলের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য়তম জনপ্রিয় ক্লাব চেলসি। শেষ ১৪ ম্য়াচে মাত্র ২ ম্যাচে জিতেছে তারা। সে কারণেই কি এমন হুমকি আসছে? কারণ যাই হোক, চেলসির কোচের পরিবারকে যে ভাবে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাতে ইংলিশ ফুটবলে অস্বস্তির হাওয়া। গত বছরের শেষ থেকেই কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করার ভাবনা ছিল টিম ম্য়ানেজমেন্ট।
চেলসি ফের জয়ে ফেরায় তখনকার মতো বিষয়টি থিঁতিয়ে যায়। তবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি চেলসি। এর ফলেই সাম্প্রতিক ঘটনা বলে মনে করা হচ্ছে। চেলসি কোচ গ্রাহাম পটার সাংবাদিকদের বলেন, "আমাকে যতটা সমর্থন করা হয়, তেমনই কিছু ই-মেইল একেবারেই প্রত্য়াশিত নয়। কিছু মানুষ চায় আমার সন্তানদের মৃত্য়ু হোক। এরকম ধরনের ই-মেল নিঃসন্দেহে কাম্য নয়।"
গ্রাহাম পটার আরও বলছেন, "চ্য়ালেঞ্জ নিতে পিছপা হই না। তবে এমন পরিস্থিতিতে নিজেকে কীভাবে সামলাবো? এটাই হয়তো জীবন। যত উঁচুতে উঠব, এ ভাবেই চাপ বাড়তে থাকবে।"