আইএসএল খেলা এই ফুটবলারকে দলে নিল মহামেডান স্পোর্টিং। কে তিনি? জানতে পড়ুন...

নিজস্ব প্রতিনিধি : আসন্ন দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলতে নামার আগে হায়দ্রাবাদ এফসির তরুণ স্ট্রাইকার গনি আহমেদ নিগামকে দলে নিল মহামেডান স্পোর্টিং। ফলে এতে যে সাদা-কালো ব্রিগেডের আক্রমণ ভাগের শক্তি বাড়িয়ে বাড়ল সেটা কিন্তু বলাই যায়। শুক্রবার সকাল ১০'টা নাগাদ শহরে পা রাখবেন গনি। এরপর তাঁর র্যাপিড কোভিড টেস্ট করানো হবে। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেই কল্যানীর আবাসিক শিবিরে যোগ দেবেন এই তরুণ।
কেরালার নাদাপুরমের ২২ বছর বয়সী এই স্ট্রাইকার এর আগে গোকুলাম কেরলা এফসি ও আইএসেএলের দল হায়দ্রাবাদ এফসি'তে খেলেছেন। কয়েক বছর আগে পুনে সিটি আ্যকাডেমী নির্বাচিত হওয়ার পর তাদের রিজার্ভ দলেও জায়গা করে নেন। যদিও পরবর্তী সময়ে পুনে সিটি এফসি আইএসএল দলে সুযোগ পেলেও, প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি।
এরপর ২০১৮-১৯ মরসুমে গোকুলাম কেরালা এফসি'তে খেলার পাশাপাশি ২০১৯-২০ মরসুমে হায়দ্রাবাদ এফসি তাঁকে দলে নেয়। যদিও পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাত্র ৪'টি ম্যাচ খেলেছিলেন এই স্ট্রাইকার। এবার সাদা-কালো জার্সি গায়ে চাপিয়ে এই তরুণ কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার বিষয়।