আই লিগের দুই ফুটবলারকে নিল বেঙ্গালুরু...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: আই লিগের দুই ফুটবলারকে তুলে নিল বেঙ্গালুরু এফসি। শুক্রবার সরকারিভাবে তাদের নাম ঘোষণা করে দিল তারা। জো জোহেরলিনা ও উনগঙ্গায়ম মুঈরাং।
আইজল থেকে বেঙ্গালুরুতে সই করার পর জোহেরলিনা বলেন, 'আমার কাছে আরও বেশ কিছু ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু বেঙ্গালুরু প্রস্তাব আমার পক্ষে অবজ্ঞা করা সম্ভব ছিল না। তাই এই ক্লাবের সঙ্গে আমি চুক্তিবদ্ধ হই। এই ক্লাবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি তৈরি।' গোকুলাম থেকে আসা মুঈরাং বলেন, 'মুসা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। তাই বেঙ্গালুরু প্রস্তাব আমার কাছে আসতেই, আমি রাজি হয়ে যাই। এখানে ভাল ভাল ফুটবলারদের সঙ্গে খেলার সুবর্ণ সুযোগ আমার সামনে আছে।'
এই দুই ফুটবলার ছাড়াও বেঙ্গালুরু এফসি ইতিমধ্যে ডিফেন্ডার প্রতীক চৌধুরী ও গোলকিপার রালতেকে দলে নিয়েছে।