পেনাল্টি সেভ করে প্রয়াত হলেন এই গোলকিপার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২৫ বছর বয়সী বেলজিয়ান গোলকিপার আর্নে এস্পিল পেনাল্টি সেভ করার পর প্রয়াত হলেন। অ্যামেচার টুর্নামেন্টে খেলতে গিয়ে ঘটল এমন মর্মান্তিক ঘটনা।
বেলজিয়ামের ওয়েস্ট ব্রাবান্টের দ্বিতীয় প্রভিনশিয়াল ডিভিশনের ক্লাব উইঙ্কেল স্পোর্ট বি-এর হয়ে খেলছিলেন এস্পিল। প্রতিপক্ষ ওয়েস্ট্রোজেবিকের বিরুদ্ধে ২-১ ফলে এগিয়ে ছিল উইঙ্কেল।
কিন্তু দ্বিতীয়ার্ধে ওয়েস্ট্রোজেবিক একটি পেনাল্টি পায়। একাধিক বেলজিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এস্পিল সেই স্পট কিক বাঁচানোর পরে মাটিতে লুটিয়ে পড়েন। এমার্জেন্সি পরিষেবা মাঠে এসে এস্পিলকে ডেফিব্রিলেটর দিয়ে বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয় না। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
এই নিয়ে শোকবার্তা জানিয়েছে উইঙ্কেল স্পোর্ট। এদিকে সোমবার এস্পিলের এই মৃত্যু নিয়ে ময়নাতদন্তকরা হয়েছে। এক বেলজিয়ান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, সোমবার সন্ধ্যেতে এস্পিলের প্রয়াণে শ্রদ্ধা জানাতে ১০০০ এরও বেশি মানুষ হাজির হয়েছিলেন।