মেসিকে আনতে সবরকম চেষ্টা করছে বার্সিলোনা! দাবি ক্লাবের সহ সভাপতির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমের শেষেই প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। এখনও অবধি পিএসজির সাথে চুক্তি বাড়াননি লিও। এই পরিস্থিতিতে এবার মেসিকে ফিরিয়ে আনতে আগ্রহী তার পুরোনো ক্লাব বার্সিলোনা।
এবার এই বিষয়ে ঘোষণা করে দিলেন ক্লাবের সহ সভাপতি রাফা ইউস্তে। শুক্রবার রাফা একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তার ক্লাব সবরকম চেষ্টা করছে আর্জেন্টাইন বরপুত্রকে ফিরিয়ে আনার।
রাফা বলেছেন, "আমার এখনও খারাপ লাগে যে উনি এখানে খেলা চালিয়ে যেতে পারেননি। ক্রীড়াগত, সামাজিক ও অর্থনৈতিক পর্যায়ে তিনি যা তুলে ধরেন, অবশ্যই আমি চাইব উনি ফিরে আসুন।"
"আমরা মেসিদের সাথে কথা বলছি। সুন্দর কাহিনীর অবশ্যই ভালো সমাপ্তি হওয়া দরকার, এবং দুইপক্ষের মধ্যে পারস্পরিক ভালোবাসা রয়েছে।"
দুই বছর আগে কাতালুনিয়ার ক্লাব ছাড়েন লিওনেল মেসি। কারণ বার্সিলোনা মেসির সাথে চুক্তি নবীকরণ করতে পারেনি। তবে মেসিকে ফিরিয়ে আনতে গেলে আর্থিক সমস্যা থেকেই যাচ্ছে।
বার্সিলোনাকে ১৫০ মিলিয়ন পাউন্ড তুলে আনতে হবে। তবেই লা লিগার নিয়মাবলী মেনে খেলোয়াড় সই বা চুক্তি নবীকরণ করতে পারবে বার্সিলোনা।