উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ব্যান হচ্ছে বার্সেলোনা? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ স্প্যানিশ জায়েন্ট বার্সেলোনার বর্তমান সময় মোটেই ভাল চলছে না। লা লিগায় শীর্ষে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ এবং তারপর ইউরোপা লিগ থেকে ছিটকে গেছে জাভির বার্সেলোনা। তবে শুধু মাঠেই নয় মাঠের বাইরেও সমস্যায় বার্সেলোনা।
শুধু সমস্যা নয় বড় সমস্যা। সম্প্রতি স্প্যানিশ কোর্ট বার্সেলোনার বিরুদ্ধে 'ক্রমাগত ক্রীড়া দুর্নীতি'-র অভিযোগ এনেছে। স্পেন এর রেফারি কমিটির প্রাক্তন সহ সভাপতি এনরিকুয়েজ নেগ্রেইরাকে বহু বার অর্থপ্রদানের অভিযোগ উঠেছে বার্সেলোনার বিরুদ্ধে।
এই অভিযোগের ফলে বার্সেলোনা দল উয়েফার দ্বারাও বড় শাস্তির সম্মুখীন হতে পারে। খবর অনুযায়ী, এই অভিযোগ সত্যি প্রমাণ হলে বার্সেলোনা দলকে উয়েফা কমিটি, চ্যাম্পিয়ন্স লিগ খেলার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে।
শুধু তাই নয় উয়েফার তরফে জানানো হয়েছে যে তারা এই বিষয় আলাদা ভাবে তদন্ত করবে।
সব মিলিয়ে বিপদে বার্সেলোনা।