এল ক্লাসিকোয় রিয়ালই ফেভারিট! ম্যাচের আগে বার্তা বার্সা কোচ জাভির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার কোপা ডেল রে-এর সেমি ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সিলোনা। সান্তিয়াগো বার্নাবিউতে রিয়ালের ঘরের মাঠে প্রথম লেগ খেলবে বার্সিলোনা। ফলে এটি বড় চ্যালেঞ্জ বার্সা কোচ জাভির জন্য।
এল ক্লাসিকোয় নামার আগে সাংবাদিক বৈঠকে জাভি বলেছেন, "সান্তিয়াগো বার্নাবিউতে গেলে আমার উত্তেজনা বেড়ে যায়। আমি খেলতে চাই, ভালোবাসি। এটি একটি অসাধারণ অনুভূতি এবং এর কারণে আমি ছেলেদের বলি সাহসী হতে। আমরা ভালো জায়গায় রয়েছি। আমাদের সুযোগ রয়েছে একটি খেতাব জেতার। সুযোগ রয়েছে প্রতিক্রিয়া দেওয়ার। আমরা জিততে নামব আর নিজেদের চরিত্র দেখাব।"
বর্তমানে লা লিগায় রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থানে রয়েছে বার্সা। তবে রবার্ট লেওয়ানডস্কি, উসমান ডেম্বেলে ও পেদ্রির চোটের কারণে সাম্প্রতিক সময়ে কিছুটা ধুঁকছে বার্সা।
এদিকে প্রথম লেগে নামার আগে রিয়াল মাদ্রিদকে ফেভারিট হিসেবে এগিয়ে রাখছেন জাভি। তিনি বলেছেন, "খুব ভালো লাগবে যদি বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাবিউতে আমরা জিতি। তবে আমরা খুব ভালো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামব, ওরা ফেভারিট।"