এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে বার্সিলোনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের নকআউট পর্বে খেলতে নামবে বার্সিলোনা। প্রতিপক্ষ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ কিছু তারকা খেলোয়াড়কে পাবেন না বার্সিলোনা হেড কোচ জাভি।
ডান পায়ের পেশিতে চোটের কারণে অনিশ্চিত পেদ্রি। এদিকে বাঁ পায়ের পেশির চোটের কারণে অনিশ্চিত তারকা উইঙ্গার উসমান ডেম্বেলে। এদিকে সাসপেনশনের কারণে খেলতে পারবেন না আর এক তারকা মিডফিল্ডার গাভি।
এই পরিস্থিতিতে জাভিকে নিজের প্রথম একাদশে কিছু বদল করতেই হবে। ডেম্বেলের জায়গায় ফেরান টোরেস বা আনসু ফাতিকে খেলাতে পারেন জাভি। এদিকে ফিরছেন অভিজ্ঞ মিডফিল্ডার সের্জিও বুসকেতস। ফলে মাঝমাঠে নির্ভরযোগ্যতা থাকবে।
এদিকে প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন সের্জি রবের্তো। গত রবিবার লা লিগায় কাদিজের বিরুদ্ধে গোল করেছেন রবের্তো। ফলে অপশন রয়েছে জাভির হাতে।