মহিলা ফুটবলারদের হেনস্থার অভিযোগে দীপক শর্মাকে সাসপেন্ড করল এআইএফএফ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তার বিরুদ্ধে উঠে এসেছে বড়সড় অভিযোগ। হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য দীপক শর্মা, গোয়ায় মদ্যপ অবস্থায় মহিলা ফুটবলারদের ঘরে ঢুকে তাদের হেনস্থা করেছেন, এমনটাই অভিযোগ। ১ এপ্রিল এআইএফএফের তরফে একটি জরুরি বৈঠক ডাকা হয় যেখানে ফেডারেশন সভাপতি, সহ সভাপতি এবং কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন। সেখানে ডেকে পাঠানো হয় দীপক শর্মাকে। ২ এপ্রিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে দীপক শর্মাকে সাসপেন্ড করা হবে।
দীপক শর্মাকে বর্তমানে সাসপেন্ড করা হয়েছে এবং কোনরকম ফুটবল সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকতে বলা হয়েছে।
এই বিষয় এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, "সুরক্ষিত ভাবে মহিলা ফুটবলের প্রচার করতে এআইএফএফ বদ্ধপরিকর, এবং তার জন্য সবরকম ব্যবস্থা নেবে ফেডারেশন। আইডাব্লিউএল ২ চলাকালীন গোয়ায় ঘটে যাওয়া ঘটনার জন্য এআইএফএফ-এর মহিলা ফুটবলের উন্নতির প্রচেষ্টায় বাধা দেওয়া উচিৎ নয়। এই বিষয়টি শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"