লাদাখে ফুটবল বিকাশের জন্য অভিনব উদ্যোগ এআইএফএফ-এর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এআইএফএফ সভাপতি, মিঃ কল্যাণ চৌবে শুক্রবার দিল্লিতে, লাদাখ ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট (https://ladakhfootball.com/) চালু করেছেন।
সেখানে উপস্থিত ছিলেন, এআইএফএফের ভারপ্রাপ্ত সচিব এম সত্যনারায়ণ, লাদাখ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিসেস সেরিং অ্যাংমো এবং এলএফএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লাদাখ থেকে আনুষ্ঠানিকভাবে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যার মধ্যে যুগ্ম পরিচালক, যুব পরিষেবা এবং ক্রীড়া, মোসেস কুনজাং, ওএসডি সচিব, যুব পরিষেবা এবং ক্রীড়া, ড. স্ট্যানজিন থাকচোস, ভাইস প্রেসিডেন্ট এলএফএ, সাওয়াং দরজে।
ওয়েবসাইটটি উন্মোচন করার সময় সভাপতি, কল্যাণ চৌবে, লাদাখ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এলএফএ-র পুরো দলকে ভালো কাজের জন্য অভিনন্দন জানিয়েছেন।
কল্যাণ চৌবে বলেন, “আজ ওয়েবসাইটটি উন্মোচনের জন্য এলএফকে আমার অভিনন্দন। আমি গত অক্টোবরে লাদাখে গিয়েছিলাম এবং সেখানে ক্লাইমেট কাপের ম্যাচ দেখেছি। সেখানে আমি অনুভব করেছি ফুটবল কতটা জনপ্রিয় এবং ফুটবলাররা কতটা সম্ভাবনাময়। আমি সত্যিই মনে করি লাদাখে ফুটবল বিকাশের বিশাল সুযোগ রয়েছে।"