চার গোল করার পর ম্যাচ রেফারির কাছে এই অনুরোধ রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সৌদি আরবে সময়টা বেশ ভালোই যাচ্ছে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল ওয়াহদার বিরুদ্ধে চার গোল করেন রোনাল্ডো।
তবে ম্যাচের পর একটি বিশেষ মুহুর্ত দেখা যায়, যা সকলের নজর কেড়েছে। হ্যাটট্রিক করার ফলে ম্যাচ বলটি নিজের কাছে রেখে দেবেন রোনাল্ডো। আর সেই ম্যাচ বলে সই করার জন্য সেই ম্যাচের রেফারি সুলতান আল-হারবিকে অনুরোধ করেন রোনাল্ডো, আর সেই অনুরোধ রাখেনও রেফারি।
কিন্তু কেন এমন অনুরোধ রেখেছেন পর্তুগিজ মহাতারকা? দ্বিতীয়ার্ধে আল নাসেরের পক্ষে পেনাল্টি দেন আল-হারবি। আল ওয়াহদার বক্সে সম্ভাব্য হ্যান্ডবলের আবেদন আসে। এরপর ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। আর সেই পেনাল্টিতে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সিআর সেভেন।
হয়ত এই কারণেই কৃতজ্ঞতা জানাতে ম্যাচ বলে রেফারি সুলতান আল-হারবিকে সই করতে বলেন রোনাল্ডো।
এই দুরন্ত পারফর্মেন্সের জেরে নিজের কেরিয়ারের ৬১তম হ্যাটট্রিক পূরণ করেন রোনাল্ডো। এছাড়া প্রথম গোলটি করে কেরিয়ারে ৫০০তম লিগ গোল সম্পন্ন করেন পর্তুগিজ মহাতারকা।