মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন এক মাতাল সতীর্থের জন্য মৃত্যুর মুখে পড়েছিলেন যুজবেন্দ্র চাহাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার হিসেবে উঠে এসেছেন যুজবেন্দ্র চাহাল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং বর্তমানে রাজস্থান রয়্যালসে বেশ ভালো বোলিং করছেন চাহাল। তবে চাহালের আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স থেকে।
তবে মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন বেশ কিছু খারাপ ঘটনার শিকার হয়েছিলেন চাহাল। এর আগে ২০১১ সালে দলের দুই তারকা বিদেশী অ্যান্ড্রু সাইমন্ডস ও জেমস ফ্র্যাঙ্কলিন তাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। এবার আরও একটি মুহুর্তের কথা শেয়ার করেছেন চাহাল, যেখানে এক মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ মাতাল অবস্থায় ১৬ তলা থেকে ঝুলিয়ে দিয়েছিলেন।
বৃহস্পতিবার চাহাল একটি পডকাস্টে এই নিয়ে বলেছেন, "আমি এই কাহিনী কখনও বলিনি, আজ বলছি, সবাই জানবে। আমি এটি কখনও বলিনি। ২০১৩ সালে আমি মুম্বই ইন্ডিয়ান্সের সাথে ছিলাম, আমাদের একটি ম্যাচ ছিল বেঙ্গালুরুতে। তারপর আমরা সবাই একত্র হয়েছি। তখন, একজন খেলোয়াড় ছিল যার খুব নেশা হয়ে গিয়েছিল, আমি তার নাম বলব না। ও খুব নেশাগ্রস্থ হয়ে গিয়েছিল, ও আমাকে অনেক্ষণ ধরে খুঁজছিল এবং ফোন করে আমায় বাইরে ডেকে আনে আর বারান্দা দিয়ে ঝুলিয়ে দেয়।"
"আমার হাত ওকে জড়ানো ছিল, গলার পিছন দিয়ে। আমি হাতের মুঠো ছাড়লে, আমি ১৬ তলায় ছিলাম। সেই মুহুর্তে অনেকে সেখানে চলে আসে আর পরিস্থিতি সামলে নেয়। আমি কিছুটা অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ওরা আমায় জল দেয়। তারপর আমি বুঝতে পারি আমাদের কতটা দায়িত্বশীল হতে হয় যখন আমরা কোথাও যাই। তাই, এটি একটি ঘটনা যেখানে আমার মনে হয়েছিল আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি। অল্প একটু ভুল হলেই, আমি পড়ে যেতাম।"