রিঙ্কু সিংয়ের এই বিধ্বংসী কান্ডে অসুস্থ যশ দয়াল!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৩ এর শুরুটা খুব একটা ভালো হয়নি গুজরাট টাইটান্সের বাঁহাতি দ্রুত গতির বোলার যশ দয়ালের জন্য। ৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচের শেষ ওভারে কলকাতার রিঙ্কু সিংয়ের শেষ ৫ বলে ৫টি ছয় যশের জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাড়িয়েছে। শেষ ওভারে ৫টি ৬ খেয়ে শুধু ম্যাচ হারাই নয় গুজরাট দলের প্রথম একাদশ থেকেও ছিটকে গেছেন যশ। এর প্রধান কারণ তাঁর মানসিক ও শারিরীক ভাবে অসুস্থ হয়ে পরা।
সম্প্রতি গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন যে কেকেআর ম্যাচের বিপর্যয় এখনও ভুলতে পারেননি যশ দয়াল। মাঠে ফিরে আসতে তাঁর হয়তো আরও বেশকিছুদিন সময় লাগবে।
হার্দিকের বক্তব্য অনুযায়ী, রিঙ্কুর বিধ্বংসী ইনিংসের পর মানসিক চাপে ও শারিরীক অসুস্থতার কারণে যশের প্রায় ৭-৮ কিলো ওজন কমে গেছে। যদিও, যশ দয়াল আবার এই মরশুমে মাঠে নামবেন কি না সে বিষয় গুজরাট অধিনায়ক কিছু জানাননি।
২০২২ আইপিএলে যশ ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। তবে ২০২৩ আইপিএলে ৩ ম্যাচে তিনি একটিও উইকেট পান নি।
রিঙ্কুর সেই বিধ্বংসী ইনিংস যশের পাশাপাশি প্রভাব ফেলেছে যশ দয়ালের মায়ের জীবনেও। শোনা যায়, কেকেআর ম্যাচের পর থেকে যশের মা খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। যদিও যশ দয়ালের বাবা এই কঠিন পরিস্থিতিতে যশের পাশেই দাঁড়িয়েছেন।
সব মিলিয়ে যশ দয়ালের এই ঘটনা আরও একবার ক্রীড়াপ্রেমীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, খেলোয়াড়দের জীবনে মানসিক ও শারিরীক সুস্থতা কতোটা গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যশ দয়াল সকল বাধা বিপত্তি পেরিয়ে আবারও ক্রিকেটের ২২ গজে ফিরে আসবেন এবং আবারও ক্রিকেট খেলা উপভোগ করবেন।