মহেন্দ্র সিং ধোনির স্টাইলে মুগ্ধ WWE তারকা জন সিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতবর্ষ তো বটেই, এমনকি যে সমস্ত দেশে ক্রিকেট সেভাবে জনপ্রিয় নয়, সেখানেও মহেন্দ্র সিং ধোনির পরিচিতি ভালোরকমভাবেই রয়েছে। ধোনির পরিচিতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও, যার উদাহরণ এর আগেও একাধিকবার মিলেছে।
এবার চেন্নাই সুপার কিংস অধিনায়কের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন WWE সুপারস্টার জন সিনা। ১৫ বারের WWE বিশ্ব চ্যাম্পিয়ন জন সিনার পরিচিতিও গোটা বিশ্বজুড়ে রয়েছে, কিন্তু ক্রিকেটের সাথে কোনওভাবেই সম্পর্ক নেই তার। সেখানে ধোনির ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চমকে দিয়েছেন জন সিনা।
WWE-তে জন সিনার জনপ্রিয় সিগনেচার স্টাইল হল 'ইউ ক্যান্ট সি মি', যেখানে তিনি নিজের হাত দিয়ে মুখের সামনে নাড়ান। এবার এই একই স্টাইল করতে দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ডিআরএস রিভিউয়ের সময়ে এমনটা করেছিলেন ধোনি। আর সেই মুহুর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জন সিনা।
ফলে বোঝা যাচ্ছে, ক্রিকেটের সাথে সম্পর্ক না থাকলেও আইপিএলের জনপ্রিয়তা রয়েছে WWE সুপারস্টারদের মধ্যেও।