ম্যাচ চলাকালীনই প্যান্ট উল্টো পরে নেমেছিলেন ঋদ্ধিমান! নিজেই জানালেন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৬ রানের বড় জয় পায় গুজরাট টাইটান্স। কিন্তু এই ম্যাচে কিপিং করতে নামার সময়ে প্যান্ট উল্টো পরে নেমেছিলেন গুজরাটের ঋদ্ধিমান সাহা। পরে অবশ্য ড্রেসিংরুমে গিয়ে ঠিক করে আসেন।
কিন্তু এমন ভুলের কারণ কি? নিজেই এর উত্তর দিলেন ঋদ্ধি। ম্যাচের পর গুজরাটের সতীর্থ কেএস ভরত এক সাক্ষাৎকারে ঋদ্ধিকে এই বিষয়ে প্রশ্ন করেন।
এর উত্তরে ঋদ্ধি বলেছেন, "আমি সেই সময়ে খাচ্ছিলাম, তখন ফিজিও আমায় বলে ওষুধ নেওয়ার জন্য, আর সেই সময়ে, নিডলিং সেশনও চলছিল। তাড়াহুড়োতে, আমি প্যান্ট উল্টো করে পরে মাঠে নামি। কিন্তু দুই ওভারের পর, আমি ফিরে আসি। আর তুমি (ভরত) দারুণ কাজ করেছ।"
রবিবার ব্যাট হাতে রীতিমত ঝড় তোলেন ঋদ্ধি। ৪৩ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এর জেরে ঋদ্ধির শরীরে যন্ত্রণা চলে এসেছিল, যার জন্য নিডলিং সেশন করছিলেন তিনি। সেই কারণে দ্বিতীয় ইনিংসে ঋদ্ধির জায়গায় কিপিং করেন ভরত।