বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের দায়িত্ব সামলাবেন এই দুই তারকা আম্পায়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৪ অক্টোবর আসন্ন আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর মহারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন রিচার্ড ইলিংওয়ারথ ও মারাইয়াস এরাসমাস।
আরও পড়ুন - লিওনেল মেসির অভিযোগের পাল্টা জবাব দিলেন পিএসজির চেয়ারম্যান
এদিকে বিশ্বকাপ শুরু হবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচের মাধ্যমে। আর এই ম্যাচটির অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন কুমার ধর্মসেনা ও নীতিন মেনন। এছাড়া টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাবেন পল উইলসন, চতুর্থ আম্পায়ার শাহিদ সৈকত ও ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জাভাগাল শ্রীনাথ।
ভারতীয় আম্পায়ার নীতিন মেননের এটিই প্রথম বিশ্বকাপ। এই টুর্নামেন্টের সব থেকে কনিষ্ট আম্পায়ার হলেন নীতিন মেনন (৩৯)। এদিকে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে বিশ্বকাপের দায়িত্ব সামলাবেন শর্ফুদ্দৌলা ইবনে শাহিদ।
বিশ্বকাপের সকল ম্যাচের দায়িত্ব সামলানোর জন্য আইসিসি মোট ২০ জনের আম্পায়ারের তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় ১৬ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারি রয়েছেন, এর মধ্যে ১২ জন আম্পায়ার আইসিসি এলিট প্যানেলের অন্তর্ভুক্ত।
আরও পড়ুন - শেষ মুহূর্তে সিট বদল, বিমানেই স্বপ্ন পূরণ ধোনি ভক্তের
এই ১৬ আম্পায়ারদের মধ্যে ছয়জন নিজেদের প্রথম আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে গত কয়েকটি বিশ্বকাপের দায়িত্ব সামলানো তিনজন আম্পায়ার কুমার ধর্মসেনা, মারাইয়াস এরাসমাস ও রিচার্ড কেটেলবরো ফিরছেন এই বিশ্বকাপে।
এদিকে এই ১৬ আম্পায়ারের মধ্যে ১৪ জন ২০২২ সালের আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে দায়িত্ব সামলেছেন। কেবল শাহিদ ও অ্যালেক্স ওয়ার্ফ অস্ট্রেলিয়ায় এই মেগা ইভেন্টে দায়িত্ব পাননি।
আম্পায়ার - ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইয়াস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), নীতিন মেনন (ভারত), এহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শর্ফুদ্দৌলা ইবনে শাহিদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া), অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)।
ম্যাচ রেফারি - জেফ ক্রো (নিউজিল্যান্ড), অ্যান্ডি পাইক্রফট (জিম্বাবওয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ) ও জাভাগাল শ্রীনাথ (ভারত)