কলকাতা নাইট রাইডার্সে কতটা প্রভাব ফেলতে পারেন টিম সাউদি? কি বলছে তার সাম্প্রতিক ফর্ম?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন তারকা কিউই পেসার টিম সাউদি। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে অনেকেই ভরসা রাখছেন অভিজ্ঞ সাউদির উপরেই। মূলত লাল বলের ক্রিকেটে পারদর্শী হলেও সাদা বলের ক্রিকেটে অত্যন্ত কার্যকরী সাউদি।
টি২০ ক্রিকেটে ২১৬ ম্যাচে ২৪৫টি উইকেট রয়েছে সাউদির। তবে আইপিএলের কথা বললে, ৪৩ ম্যাচে ৩১টি উইকেট রয়েছে সাউদির, যেখানে ইকোনমি রেট ৮.৬৮, যা অত্যন্ত বেশি। গত বছর অর্থাৎ ২০২১ সালে নাইটদের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন, নিয়েছিলেন তিনটি উইকেট। এবং ইকোনমি রেট ছিল ৭.৯১, যা তুলনামূলকভাবে ভালোই।
তবে সাম্প্রতিক সময়ে কতটা ভালো পারফর্ম করেছেন ডান হাতি এই পেসার? ২০২১-২২ মরশুমে টেস্ট ক্রিকেটে অত্যন্ত ঈর্ষণীয় পারফর্মেন্স সাউদির, ২৭.৮৩ এর গড়ে ছয় ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন সাউদি।
কিন্তু সাদা বলের ক্রিকেটে কেমন খেলেছেন সাউদি? শেষ ওয়ানডে আন্তর্জাতিক খেলেছিলেন ভারতের বিরুদ্ধে ২০২০ সালের ১১ ফেব্রুয়ারিতে। এদিকে টি২০ আন্তর্জাতিকে শেষবার নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন ২০২১ সালের ১৯ নভেম্বর, ভারতেরই বিরুদ্ধে। ফলে বেশ কিছু সময় ধরে সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের সেট আপে নেই সাউদি।
তবে অভিজ্ঞতা অবশ্যই একটি বড় অস্ত্র সাউদির জন্য। প্রথম কয়েক ওভারে সুইং প্রদান করতে পারেন সাউদি, এবং ডেথ ওভারে ইয়র্কারও দিতে সক্ষম তিনি। যদিও ডেথ ওভারে বেশ অনেক রান দিয়েও ফেলেন ইয়র্কার দিতে গিয়ে, তবে সাউদির অভিজ্ঞতাকে অবশ্যই গুরুত্ব দেবে নাইটরা।