মাথায় ক্যামেরা লাগিয়ে কেন অনুশীলন করলেন রিঙ্কু সিং?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে নাইটদের ভরসা রাখতে হবে রিঙ্কু সিংয়ের উপর।
কিন্তু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই দুর্দান্ত ইনিংসের পর রিঙ্কুর ব্যাট থেকে ঝড় আসছে না। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরাজিত ৫৩ ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৪৬ করলেও আগের মত প্রভাব ফেলতে পারছেন না রিঙ্কু।
এই পরিস্থিতিতে রবিবার অনুশীলনে হেলমেটে ক্যামেরা লাগিয়ে নেটে ব্যাটিং করেন রিঙ্কু। এর ফলে নিজের শট বাছাই ও ফুটওয়ার্ক শোধরানোর কাজ করতে পারবেন রিঙ্কু।