কেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বল করেননি শার্দুল ঠাকুর?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ঘরের মাটিতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সাত উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ইনিংসে ১৭৮ রানের লড়াকু স্কোর তুললেও ১৮ ওভারেই জয় তুলে নেয় গুজরাট।
আর এখানে প্রশ্ন উঠছে, কেন দলে থেকেও বল করেননি ভারতীয় পেসার শার্দুল ঠাকুর? এক বলও করার সুযোগ পাননি মুম্বাইয়ের এই জোরে বোলার। এদিকে ব্যাটিং অর্ডারে উপরে এসে ব্যাট করলেও বল করার সুযোগ পাননি।
তবে এর কোনও উত্তর দিতে পারেননি শার্দুলের সতীর্থ তথা কলকাতা নাইট রাইডার্সের ওপেনার রহমনুল্লাহ গুরবাজ। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে আসলে শার্দুলের বল না করার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে গুরবাজকে, আর সেই প্রশ্ন টিম ম্যানেজমেন্টের দিকে ঠেলে দিলেন আফগান এই ক্রিকেটার।
গুরবাজ বলেছেন, "আমি এই বিষয়ে কোনও কিছু বলতে পারব না বা উত্তর দিতে পারব না। কোচ আর টিম ম্যানেজমেন্ট আমার থেকে ভালো জানবে। হয়ত এই ম্যাচের আগে ওরা কোনও বিশেষ পরিকল্পনা করেছে।"
"হয়ত শার্দুল ব্যাটিং অর্ডারের উপরের দিকে খেলতে পছন্দ করেন। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।"
তবে ফিটনেসের কারণেই কি বল করেননি শার্দুল? এর জবাবে গুরবাজ বলেছেন, "না, আপনি যদি ফিট না থাকেন, তাহলে খেলবেন না। হতে পারে যে দল চায়নি যে তিনি বল করুন। অধিনায়ক ভালো জানবেন।"
চলতি আইপিএলে শার্দুল মাত্র ১১.৫ ওভার বোলিং করেছেন। ব্যাট হাতে কিছু ঝোড়ো ইনিংস খেললেও, বল হাতে সেভাবে সফল হননি শার্দুল।