আইপিএল অভিষেকেই লখনউয়ের তারকা খচিত ব্যাটিংয়ের মান বাঁচান! কে এই আয়ুষ বাদোনি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইপিএলে দুই নয়া ফ্র্যাঞ্চাইজির মধ্যেকার লড়াইয়ে জয়ী হয় গুজরাট টাইটান্স। লখনউ সুপার জায়ান্টসকে পাঁচ উইকেটে হারিয়ে জয়ী হয় গুজরাট। তবে লখনউয়ের চুড়ান্ত ব্যাটিং বিপর্যয় থেকে তাদের মান রক্ষা করেন এক ২২ বছরের তরুণ, নাম তার আয়ুষ বাদোনি।
৪১ বলে ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেন বাদোনি। অভিজ্ঞ দীপক হুডার সাথে পার্টনারশিপ গড়ে লখনউকে ১৫৮ রানে নিয়ে যান। ম্যাচ হেরে গেলেও তরুণ আয়ুষের প্রশংসায় মাতেন অধিনায়ক কে এল রাহুল, বেবি এবির আখ্যাও দেন তাকে।
কিন্তু কে এই আয়ুষ বাদোনি? দিল্লির এই ক্রিকেটার এখনও অবধি কোনও লিস্ট এ ম্যাচ খেলেননি। এমনকি ঘরোয়া ক্রিকেটে একটি মাত্র টি২০ ম্যাচ খেললেও তাতে আট রান করেন। কিন্তু যেভাবে রশিদ খানকে সুইপ ও লকি ফার্গুসনকে পুল শট মারছিলেন, মনে হয়নি এতটা অনভিজ্ঞ তিনি!
জানা গিয়েছে, তৎকালীন টিম ইন্ডিয়া অনুর্ধ্ব ১৯ কোচ রাহুল দ্রাবিড় দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান অতুল ওয়াসানকে অনুরোধ করেন, এই আয়ুষ বাদোনির প্রতি বিশেষ নজর রাখতে। কিন্তু ২০২০ সালে দিল্লি দলের নির্বাচনে বাদোনির পরিবর্তে উন্মুক্ত চাঁদকে নির্বাচিত করা হয়।
এরপর অতু্ল ওয়াসান বাদোনিকে মুম্বই ইন্ডিয়ান্সের ট্রায়ালে নিয়ে যান। সেখানে মুম্বইয়ের স্কাউট কিরন মোরে আয়ুষের খেলায় মুগ্ধ হন, কিন্তু তখনও দিল্লির হয়ে একটিও ম্যাচ খেলেননি তিনি। গত বছর, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঁচটি ম্যাচ খেলেন আয়ুষ, তবে একবারই ব্যাট করার সুযোগ পান।