ইডেনে বিরাট-গম্ভীরের এই ঘটনা ভুলিয়ে দেবে সব তিক্ততা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৩ এর সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত ম্যাচের প্রায় ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও নেটিজেনদের মন থেকে কিছুতেই মুছছে না সেই ঘটনা। প্রসঙ্গ যখন লখনউ সুপার জায়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ম্যাচ। যেখানে ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা একে অপরের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন।
১ মে একানা স্টেডিয়ামে বিরাট এবং গম্ভীরের মধ্যে ঝামেলার সৃষ্টি হলেও এই ঝামেলার শুরু বহুকাল আগে। যখন গৌতম গম্ভীর ছিলেন কেকেআর দলের অধিনায়ক।
গম্ভীর ভক্তদের মতে বিরাট কোহলি তাঁর প্রাক্তন ভারতীয় এবং দিল্লির সতির্থকে অসম্মান করেছেন। গম্ভীর, যিনি বর্তমানে লখনউ দলের মেন্টর এবং এর পাশাপাশি দিল্লির সাংসদ বহুবার বিরাটের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করেছেন। আর সেই কারণেই কোহলি গম্ভীরের প্রতি তির্যক মন্তব্য করে থাকেন। এমনটাই দাবী গম্ভীর ভক্তদের।
অন্যদিকে ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে বিরাট কোহলি সেই সময়ের ভারতীয় দলের প্রতি ম্যাচের ওপেনার গম্ভীরকে বসিয়ে খেলিয়েছিলেন কে এল রাহুলকে। সেই ম্যাচ থেকেও তিক্ততার শুরু বলে মনে করেন অনেকে।
তবে এতো ঝামেলা-বিবাদের মাঝেও গম্ভীর এবং কোহলির এমন একটি ঘটনাও রয়েছে যা এই তিক্ত সম্পর্কের থেকে একদমই অন্যরকম। ঘটনাটি বিরাটের প্রথম আন্তর্জাতিক শতরানের ম্যাচে ঘটে। এই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন গম্ভীরও এবং ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি। কিন্তু গম্ভীর ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা তুলে দিয়েছিলেন কোহলির হাতে।
এই বিষয় গম্ভীর বলেছিলেন, " বিরাট সেদিন আমার সাথে দারুণ ব্যাটিং করেছিলেন এবং ম্যাচের সেরার পুরষ্কারটির যোগ্য ছিলেন।"
কোহলি ও গম্ভীর দুজনেই মাঠে অত্যন্ত আক্রমণাত্মক মানসিকতার ক্রিকেটার। মাঠে থাকলে জয় ছাড়া আর কিছু ভাবেন না তাঁরা।
স্পোর্টস তাককে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেছিলেন, " যখন আপনি মাঠে বিবাদের কথা বলেন, আমার কোনো অনুশোচনা নেই এই বিষয়। যখন আপনি দলের জন্য খেলবেন, আপনি শুধু জেতার জন্যই খেলবেন। আমার যদি কারুর সাথে কোনো বিতর্ক হয়ে থাকে তার জন্য আমার কোনো অনুশোচনা নেই। আমি শুধুমাত্র ম্যাচটির জেতার চেষ্টা করছিলাম। মাঠের ঘটনা মাঠেই থাকা উচিত।"