রোহিত শর্মা আউট ছিলেন? সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জমজমাট ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, টিম ডেভিড প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়ে রাজস্থানের ২১৩ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। তবে দলের অন্যান্য ক্রিকেটাররা এদিন নিজেদের সেরাটা দিলেও মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ।
রোহিত মুম্বাইয়ের হয়ে ওপেন করতে নেমে ৫ বলে মাত্র ৩ রান করে আউট হয়ে যান। সন্দীপ শর্মার বলে বোল্ড আউট হন রোহিত। তবে তাঁর এই আউট হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি হয়েছে বড় বিতর্ক।
একদল মনে করছেন রোহিত বোল্ড হওয়ার আগেই রাজস্থান উইকেট রক্ষক সঞ্জু সামসং এর গ্লাভস উইকেটে লেগে বেল পড়ে যায়। ভারতীয় হিটম্যানের এমন বিতর্কিত আউট কিছুতেই মেনে নিতে পারছেন না রোহিত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও পোস্ট করে তারা প্রমাণের চেষ্টা করেন রোহিত শর্মা ভুল আম্পায়ারিংয়ের শিকার।
প্রসঙ্গত, এটি ছিল সন্দীপ শর্মার দ্বিতীয় ওভারের শেষ ডেলিভারি। সেই বলেই রোহিতকে আউট করে দেন তিনি। হিটম্যানকে তার ৩৬ তম জন্মদিনে বোল্ড করেন সন্দীপ। কিন্তু অনেক সমর্থকদের মতে স্টাম্পের পিছনে দাঁড়িয়ে, সঞ্জু স্যামসনের হাত লেগে স্টাম্পের বেল পড়ে যায়। বল থেকে স্টাম্পের দুরত্ব এতটাই কম ছিল যে অনেক সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে যুক্তি দিয়েছেন রোহিতকে আউট দেওয়া উচিত ছিল না।
মুম্বাই যদি ম্যাচটি জিতে না যেত, তাহলে বিতর্ক বৃদ্ধি পেত আরও কয়েকগুণ। তবে সূর্যকুমার এবং ডেভিডের দুর্দান্ত পার্টনারশিপ মুম্বাইয়ের ৬ উইকেটে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে ভারতীয় অধিনায়ক এখনও চেষ্টা করছেন নিজের চেনা ফর্মে ফেরার।