কেন অধিনায়ক রোহিতকে এগিয়ে রাখলেন ভিভিএস লক্ষ্মণ? জানতে পড়ুন...

এক্সট্রাটাইম নিউজ ডেস্ক : কেরিয়ারে একাধিক অধিনায়কের অধীনে খেলছেন। বিপক্ষের অনেক অধিনায়ক দেখেছেন। তবে ভিভিএস লক্ষ্মণের কাছে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা 'স্পেশ্যাল'। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হলেন রোহিত। তাঁর অধিনায়কত্বে চারবার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। জাতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি হলেও, সীমিত ওভারের ফরম্যাটে তাঁর ডেপুটি 'হিট ম্যান' কিন্তু সুযোগ পেলেই অধিনায়ক হিসেবে দাবি পেশ করেছেন। আর তাই প্রাক্তন ডানহাতি ব্যাটসম্যান মনে করেন অধিনায়ক হিসেবে রোহিত বাকিদের থেকে আলাদা।
দেশের হয়ে ৯'টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোহিত। জয় এসেছে ৮ ম্যাচে। একদিনের ম্যাচেও অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন এই মুম্বইকর। ৮ ম্যাচে অধিনায়কত্ব করে ৭'বার জয় পেয়েছেন। আন্তর্জাতিক আঙিনায় তাঁর সবচেয়ে বড় সাফল্য হল বিরাট কোহলি বিহীন এশিয়া কাপ ও নিধাহাস ট্রফি জয়। রোহিতের অধিনায়কত্বের প্রসঙ্গে লক্ষ্মণ বলছিলেন, "২০০৮ সালের প্রথম আইপিএলে ডেকান চারজার্স ভাল পারফরম্যান্স না করতে পারলেও ব্যাট হাতে দারুণ ভূমিকা রেখেছিল রোহিত। সেবার ১৩ ম্যাচে ৪০৪ রান করার পাশাপাশি টিম ম্যানেজমেন্টকে মূল্যবান মতামত দিত। তখন ও আন্তর্জাতিক স্তরে একেবারে নতুন। কিন্তু মতামত দিতে ভয় পেত না। যার ফলে ২০০৯ সালে আমাদের ডেকান আইপিএল জিতেছিল। সেবার ট্রফি জয়ে রোহিত অন্যতম ভূমিকা নিয়েছিল।"
লক্ষ্মণ আরও যোগ করেছেন, "রিকি পন্টিংয়ের পর রোহিতের দায়িত্ব তুলে দিয়েছিল মুম্বই। এবং সেটা একেবারে সঠিক সিদ্ধান্ত ছিল। জুনিয়র লেভেল থেকে লড়াই করার জন্য ও জুনিয়রদের আবেগ বোঝে। সিনিয়রদের সম্মান করতে জানে। তাই ও সবাইকে নিয়ে একজোট হয়ে চলতে পারে। আর এতেই বছরের পর বছর সাফল্য পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।"
আর রোহিতের ক্যাপ্টেন্সির বড় গুণ? এই প্রসঙ্গে লক্ষ্মণের বক্তব্য, "টি-টিয়েন্টি ফরম্যাটে ম্যাচ যখন-তখন ঘুরে যায়। স্রেফ ওর ঠান্ডা মাথা ও বিচক্ষণ ক্ষমতার জন্য একাধিক কঠিন ম্যাচ জিতেছে মুম্বই। আর এটাই রোহিতের সঙ্গে বাকি অধিনায়কদের পার্থক্য।"