বীরেন্দ্র সেহওয়াগ করলেন এমন টুইট, ক্ষেপে গেলেন রোহিত-ভক্তরা! পরে বক্তব্য স্পষ্ট করলেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার পুনেতে কামিন্স ঝড়ে উড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ উইকেটে দুর্দান্ত জয় পায় কলকাতা নাইট রাইডার্স, এদিকে প্রথম তিন ম্যাচেই পরাজিত হয়েছে মুম্বই। প্যাট কামিন্সের ১৫ বলে অপরাজিত ৫৬ রানের ঝোড়ো ইনিংস নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে ঝড়।
তবে এই ম্যাচ নিয়ে বীরেন্দ্র সেহওয়াগ এমন মন্তব্য করে বসলেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোহিত শর্মার ভক্তরা। কিন্তু কেন? ম্যাচের পর সেহওয়াগ কামিন্সের প্রশংসায় টুইট করেন, যাতে লেখা ছিল, "মুখ থেকে বড়া পাও ছিনিয়ে নিয়েছে।" আর এতে ক্ষুব্ধ রোহিত-ভক্তরা।
আসলে, রোহিত শর্মার প্রিয় খাবারের একটি হল বড়া পাও, যা মুম্বইয়ের একটি ঐতিহ্যশালী খাদ্য। এবং অনেক সময়েই, রোহিতের শারীরিক স্থূলতা ও ফিটনেস নিয়ে ট্রোল করার সময়ে এই বড়া পাও তুলে ধরা হয়। এবং সেহওয়াগ এই বড়া পাওয়ের কথা তুলতেই ক্ষেপে যান ভক্তরা।
যদিও পরে নিজের বক্তব্য স্পষ্ট করেন সেহওয়াগ। আর একটি টুইটে তিনি লেখেন, "বড়া পাওয়ের কথাটা মুম্বইয়ের জন্য বলেছি, এমন একটি শহর যা বড়া পাওয়ের জন্য পাগল। রোহিত ভক্তরা শান্ত হও, তোমাদের অনেকের থেকে ওর ব্যাটিংয়ের আমি বড় ভক্ত।"