রোহিতের অফ ফর্ম? আসল সমস্যা খুঁজে বের করলেন সেহওয়াগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৩ আইপিএলে ভারতীয় অধিনায়কের ব্যাটে রানের খরা নিয়ে বেশ চিন্তায় ভারতীয় ক্রিকেট ভক্তরা। অনেকেই মনে করছেন যে রোহিত শর্মার ব্যাটিংয়ের টেকনিক্যাল সমস্যার কারণেই তিনি ফর্মে নেই। তবে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ জানিয়ে দিলেন রোহিতের ব্যাটে রান না আসার আসল কারণ।
চলতি আইপিএলে রোহিতের মোট রানসংখ্যা মাত্র ১৮৪ এবং স্ট্রাইক রেট ১২৬.৮৯। শেষ দুই ম্যাচে মাঠ ছেড়েছেন শূন্য হাতে। এমনকি শেষ ম্যাচে গড়েছেন এক নতুন আইপিএল রেকর্ড যা রোহিতের মতো বড় ক্রিকেটারের জন্য বেশ লজ্জাজনক। চেন্নাইয়ের বিরুদ্ধে ০ রানে আউট হওয়ার পর আইপিএলে সবচেয়ে বেশিবার ০ রানে আউট হওয়ার রেকর্ড গড়েছেন রোহিত।
রোহিতের অফ ফর্মের বিষয় সেহওয়াগ বলেছেন, "রোহিতের সমস্যা বোলারদের বিরুদ্ধে নয়, তাঁর লড়াই নিজের সাথে।" সেহওয়াগের মতে রোহিতের মানসিক চিন্তার কারণেই তাঁর ব্যাটে রান আসছেনা।
এর সাথে রোহিতের পাশে দাঁড়িয়ে সেহওয়াগ বলেছেন, রোহিতের ব্যাটিং টেকনিকে কোনো সমস্যা নেই। তিনি মানসিক ভাবে কিছু চিন্তায় রয়েছেন। কিন্তু যেদিন রোহিত ফর্মে ফিরবেন, সেদিন এইসব নিয়ে আর ভাবতে হবেনা।