বুমরাহ-ফুমরাহ কি করবে আবার! তারকা পেসারকে নিয়ে শুরুতে এমনই ধারণা ছিল বিরাট কোহলির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে জসপ্রীত বুমরাহ অবশ্যই একটি বড় নাম। বিষাক্ত ইয়র্কার ছাড়াও দ্রুত গতি ও সুইংয়ে ব্যাটারদের ঝামেলায় ফেলতে পারেন বুমরাহ। ২০১৪ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছিলেন বুমরাহ।
কিন্তু শুরুর দিনে তরুণ বুমরাহকে তেমন গুরুত্বই দেননি ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি। এই নিয়ে দারুণ একটি কাহিনী শেয়ার করেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার পার্থিব প্যাটেল, যিনি সেই সময় আরসিবি দলের সদস্য ছিলেন।
বীরেন্দ্র সেহওয়াগের সাথে একটি টক শোয়ে পার্থিব প্যাটেল জানান, তিনি জসপ্রীত বুমরাহের কথা প্রথম বলেন বিরাট কোহলির সাথে, কিন্তু তৎকালীন আরসিবি অধিনায়ক তা নস্যাৎ করে দেন।
এই নিয়ে পার্থিব বলেন, "২০১৪ সালে, যখন আমি আরসিবিতে ছিলাম, আমি বিরাটকে বলেছিলাম বুমরাহ নামের এক বোলার রয়েছে, ওকে একবার দেখে নাও। ওর তরফ থেকে যে উত্তরটা আসে তা হল, 'ছাড়ো না ভাই, এই বুমরাহ-ফুমরাহ কি করবে?"
এরপর বুমরাহকে নিয়ে পার্থিব বলেন, "যখন ওকে প্রথম বাছা হয়েছে, বুমরাহ প্রথম দুই-তিন বছর রঞ্জি ট্রফি খেলছিল। ২০১৩ ওর প্রথম বছর ছিল, আর ২০১৪ ও ২০১৫ সালে ভালো মরশুম যায়নি ওর। এতটাই খারাপ ছিল যে আলোচনা হয়েছিল ওকে মাঝ মরশুমেই ফেরত পাঠানোর। কিন্তু ও ধীরে ধীরে উন্নতি করতে থাকে এবং মুম্বই ইন্ডিয়ান্স ওকে খুব সমর্থন করেছিল। এটা ওর নিজের কঠিন পরিশ্রম এবং এমন সমর্থনের জেরে ওর সেরাটা বেরিয়ে এসেছে।"
যদিও প্রথম সাক্ষাতেই বিরাট কোহলির উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ, অভিষেক আইপিএল ম্যাচেই তিন উইকেট নেন তিনি।