মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সত্যিই কি আউট ছিলেন বিরাট কোহলি? কি বলছে এমসিসির নিয়ম?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সাত উইকেটের জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ম্যাচের শেষ মুহুর্তে এমন একটি ঘটনা ঘটে, যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয় ক্রিকেট মহলে।
১৯তম ওভারে ডিওয়াল্ড ব্রেভিসের বলে এলবিডব্লু আউট হন বিরাট কোহলি। ফুল লেংথ ডেলিভারিটি বিরাটের ব্যাট ও প্যাডের মাঝে আঘাত করে, আর তাতে আম্পায়ার আউট ঘোষণা করে। এরপর সেই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে রিভিউয়ের আবেদন করেন বিরাট।
রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল একসাথে ব্যাট ও প্যাডে গিয়ে আঘাত করছে। এমনকি, আল্ট্রা-এজে দেখা গিয়েছে বলটি কার্যত এক সাথে ব্যাট ও প্যাডে আঘাত করছে। কিন্তু অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে বজায় রেখে আউটের ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। আর এই সিদ্ধান্তের পর ক্ষুব্ধ হন বিরাট।
আর এই নিয়ে বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে ক্রিকেট মহলে। কিন্তু এই সিদ্ধান্তের বিষয়ে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের নিয়ম কি বলছে? ধারা ৩৬.১.৩ অনুযায়ী, "যদি স্ট্রাইকারের ব্যাট ও প্যাডে একসাথে বল আঘাত করে, তবে তা ধরা হবে যে বল ব্যাটে আগে আঘাত করেছে।" যেহেতু বিরাটের ক্ষেত্রে স্পষ্ট নয় যে বল আগে প্যাডে আঘাত করেছে, ফলে এমসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ারকে ধরতে হবে, বল আগে ব্যাটে লেগেছে। ফলে বিরাট আউট নন।
তবে বিরাট কোহলির আউটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জিততে কোনও অসুবিধা হয়নি, কারণ তখন মাত্র আট রান বাকি ছিল। কিন্তু এই ধরণের ভুল সিদ্ধান্ত নিয়ে একেবারে খুশি নন ক্রিকেট মহল।