আইপিএলের নির্দেশ সত্ত্বেও কোনও জরিমানা দেবেন না বিরাট কোহলি!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচে চরম বিতর্কের সৃষ্টি হয়। লখনউ পেসার নবীন উল হকের সাথে ব্যাঙ্গালোর সুপারস্টার বিরাট কোহলির ঝামেলা, আর ম্যাচের শেষে লখনউ মেন্টর গৌতম গম্ভীরের সাথে কোহলির বাকবিতন্ডা সমস্ত হেডলাইন কেড়ে নেয়।
এই ঘটনার জেরে কোড অফ কন্ডাক্ট ভাঙার শাস্তি হিসেবে আইপিএল বিরাট কোহলিকে তার ম্যাচ ফির ১০০ শতাংশ, অর্থাৎ ১.০৭ কোটি টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই জরিমানার অর্থ দেবেন না বিরাট কোহলি!
কিন্তু কেন? জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটের সাথে আলোচনায় এক আরসিবি কর্তা জানিয়েছেন, কোহলির তরফ থেকে তার জরিমানার অর্থ দেবে খোদ ফ্র্যাঞ্চাইজি। সেই কর্তা আরও জানিয়েছেন যে দল তার খেলোয়াড়দের পরিশ্রম ও আত্মত্যাগের শ্রদ্ধা করে, যারা দলের জন্য নিজেদের সর্বস্ব দেন।
তবে গৌতম গম্ভীরের ১০০ শতাংশ ম্যাচ ফি ও নবীন উল হকের ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা কিভাবে দেওয়া হবে, সে নিয়ে কিছু জানা যায়নি।
পয়েন্ট টেবিলের কথা বললে, বর্তমানে লখনউ পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে আরসিবি।