গম্ভীরের সাথে বিরাট ঝামেলা, বোর্ডকে চিঠি দিলেন কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: লখনউতে হওয়া গত ১লা মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। প্রসঙ্গত, এই দুই দল এর আগে বেঙ্গালুরুতে একটি ম্যাচ খেলে সেখানে গম্ভীর ঠোঁটে আঙুল দিয়ে দর্শকদের চুপ করতে বলেছিলেন। জয়ের পর আগ্রাসী ভাবে উল্লাস করতে থাকেন গম্ভীর।
লখনউয়ে খেলতে এসে বিরাটও পাল্টা জবাব দিয়ে থাকেন। লখনউয়ে অনেক আরসিবি সমর্থকরা এসেছিলেন। বিরাট তাঁদের আরও জোরে চিৎকার করতে উৎসাহ দেন। মাঠের মধ্যে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন কাউকে। ম্যাচ শেষে উত্তেজনা আরও বাড়ে। গৌতম গম্ভীর আর বিরাট কোহলির মধ্যে হয় উত্তপ্ত বাক্য বিনিময়।
তবে এখনও কাটেনি এই ঘটনার রেশ। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই কর্তাদের চিঠি লিখে কোহলি জানিয়েছেন পুরো বিষয়টি। সূত্রের খবর, পুরো ম্যাচ ফি কেটে নেওয়া ভাল ভাবে নেননি বিরাট। সেটাই তিনি জানিয়েছেন বোর্ড কর্তাদের। এছাড়াও সংশ্লিষ্ট ঝামেলার বিষয়েও জানিয়েছেন বোর্ড কর্তাদের। এই ঘটনার জল এখন কতদূর গড়ায় সেটাই এখন দেখার।