মাথা নীচু রেখে কাজ চালিয়ে যেতে চাই - বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে অনবদ্য রেকর্ড গড়েন দিল্লির ছেলে বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই তারকা ক্রিকেটার প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ৭০০০ রান পূরণ করলেন। কিন্তু এত কৃতিত্ব সত্ত্বেও মাথা নীচু করে নিজের কাজ করে যাওয়ার অঙ্গীকার দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ম্যাচের পর সাক্ষাৎকারে কোহলি বলেন, "দলের জন্য কিছু করার আমার এই সফরে ৭০০০ রান নিঃসন্দেহে একটি বড় মাইলফলক। নিজের দলের জন্য কিছু করার জন্য নিশ্চয়ই এটি একটি ভালো সংখ্যা।"
"আমি মাথা নীচু করে আরও পরিশ্রম করে নিজের কাজ চালিয়ে যেতে চাই।"
এদিকে বিরাটের খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা সহ তার পরিবার। আর এতে অত্যন্ত খুশি বিরাট।
তিনি বলেছেন, "এটি একটি বিশেষ মুহুর্ত। আমার পরিবার এখানে রয়েছে, আমার কোচ এখানে রয়েছে। ক্রিকেট আমার জীবনের এক অঙ্গ। আমার নামে প্যাভিলিয়ন হওয়ায় আমি অত্যন্ত গর্বিত হয়েছিলাম। আমি এখান থেকে আমার যাত্রা শুরু করেছি আর দিল্লির হয়ে খেলেছি।"
ম্যাচের কথা বললে, বিরাট কোহলির ৪৬ বলে ৫৫ রানের সুবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৮১/৪ স্কোর তোলে। কিন্তু সেই রান অনায়াসে তুলে নেয় দিল্লি ক্যাপিটালস।