মাঠের বাইরেও লড়াই বাঁধল বিরাট কোহলি ও নবীন উল হকের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ম্যাচের শেষ পর্যায়ে ও ম্যাচ শেষে চরম বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন বিরাট কোহলি ও নবীন উল-হক।
এই দুই ক্রিকেটারের মধ্যে ঝামেলার অবসান হয়নি, এমনটাই বোঝা গিয়েছে। দুজনই একে অপরকে জবাব দিতে মরিয়া ছিলেন। এবার মাঠের বাইরেও ঝামেলা বাঁধল বিরাট ও নবীনের।
মঙ্গলবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট কোহলি একটি বক্তব্যের ছবি শেয়ার করেন। সেখানে লেখা থাকে, "আমরা যা শুনি সেগুলি একটি মত, সেটি প্রকৃত ঘটনা নয়। আমরা যা দেখি সেটি একটি দৃষ্টিভঙ্গি, সত্যি নয়।"
এদিকে বিরাটের স্টোরি পোস্ট হওয়ার কিছু সময় পরেই নবীন নিজের একটি বক্তব্য দিয়ে ইনস্টাগ্রাম স্টোরি দেন। তিনি লিখেছেন, "আপনি যার যোগ্য সেটিই আপনি পাবেন, এমনটাই হয়ে এসেছে আর এমনটাই চলতে থাকবে।"
ম্যাচের কথা বললে, লখনউ সুপার জায়ান্টসকে লো স্কোরিং ম্যাচে ১৮ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি এই ম্যাচে ৩০ বলে ৩১ রান করেন।