ঝামেলার কারণে কঠিন শাস্তি পেলেন কোহলি-গম্ভীর ও নবীন উল-হক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার উত্তপ্ত হয়ে ওঠে লখনউয়ের একানা স্টেডিয়াম। লো স্কোরিং ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ১৮ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কিন্তু ম্যাচের অন্তিম পর্যায়ে ও ম্যাচ শেষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন আরসিবির তারকা ব্যাটার বিরাট কোহলি ও লখনউয়ের আফগান পেসার নবীন উল-হক।
এমনকি ম্যাচের পর লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরের সাথে তর্কে জড়ান বিরাট কোহলি। আর এর জেরে আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের কারণে শাস্তি পেলেন তিনজনই।
আইপিএল কোড অফ কন্ডাক্টের ২.২১ ধারার লেভেল ২ অপরাধ করার কারণে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়। এদিকে ২.২১ ধারায় লেভেল ১ অপরাধ করার শাস্তিতে নবীন উল-হককে ম্যাচ ফিয়ের ৫০ শতাংশ অর্থ জরিমানা করা হয়।