চলতি আইপিএলে টানা দুবার জরিমানার কবলে পড়লেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: রবিবার এম চিন্নস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার-রেটে খেলার জন্য বিরাট কোহলিকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড়দেরও তাদের ম্যাচ ফি কাটা হয়েছে। বিরাট কোহলি এই স্লো ওভার-রেট করায় এই মরশুমের টানা দ্বিতীয়বার জরিমানার কবলে পরতে হল তাদের।
চলতি মরশুমের এই নিয়ে দ্বিতীয়বার বিরাটকে জরিমানা করা হল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলার সময় মাঠের মধ্যে খারাপ আচরণের জন্য কোহলিকে জরিমানা করা হয়েছিল। আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য আরসিবি সুপারস্টারকে তার ম্যাচ ফি এর ১০% জরিমানা করা হয়েছিল। ম্যাচ চলাকালীন শিবম দুবে আউট হওয়ার পর তাঁকে আক্রমণাত্মক ভাবে ব্যঙ্গ করার জন্য কোহলিকে জরিমানা করা হয়।
আইপিএলের একটি বিবৃতি অনুসারে, "২৩শে এপ্রিল, ২০২৩ বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট কোহলিকে আরসিবি তাদের অধিনায়ক হিসেবে বেছে নেয়, ম্যাচ চলাকালীন তার দল স্লো ওভার-রেট বজায় রাখার কারণে জরিমানা করা হয়েছে। আইপিএল-এর ন্যূনতম ওভার-রেটের অপরাধ সংক্রান্ত আচরণবিধির আইনে এটি আরসিবি-র এই মরশুমের দ্বিতীয় অপরাধ ছিল। বিরাট কোহলিকে ২৪ লক্ষ টাকা এবং ইমপ্যাক্ট সাবস্টিটিউট প্লেয়ার সহ প্লেয়িং ইলেভেনের প্রতিটি সদস্যকে জরিমানা করা হয়েছে।"