KKR এর কাছে কৃতজ্ঞ উমেশ যাদব, ক্রিকেট বিশ্বের কাছে নিজেকে নতুন করে প্রমাণ করতে চান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ২০২২ এর জন্য প্রস্তুতি তুঙ্গে কলকাতা নাইট রাইডার্সের। আর এই সেট-আপে বড় ভরসা অভিজ্ঞ পেসার উমেশ যাদব। যদিও ভারতীয় টেস্ট দলে জায়গা রয়েছে, তবে শেষবার ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন ২০১৯ সালে।
আর এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে নিজের জায়গা আদায় করে নিতে চান উমেশ। এবং সেই বার্তাই তিনি দিলেন আইপিএলের শুরুতে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে উমেশ জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সে ফিরে এসে কেমন লাগছে, যেখানে এর আগে (২০১৪) আইপিএল খেতাব জিতেছিলেন উমেশ। এছাড়াও উমেশ জানিয়েছেন, এখনও অবধি মানুষ তাকে সাদা বলের ক্রিকেটের যোগ্য মনে করছে না।
এই নিয়ে উমেশ বলেছেন, "গত পাঁচ-ছয় বছর ধরে, আমি অনেক ভ্রমণ করেছি। আমি কেকেআরের হয়ে খেলেছি আর তারপর আরসিবি ও দিল্লির হয়ে খেলেছি। এখন আবার কেকেআরে ফিরেছি। তাই এটি আমার কাছে খুবই কঠিন সফর ছিল। আমি অনেক লাল-বল ক্রিকেট খেলেছি, তাই অনেকের ধারণা যে আমি সাদা বলে খেলতে পারি না। ২০২০ সালে, আমি আরসিবির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছি। এরপর আমি দিল্লি ক্যাপিটালসে যোগ দিই এবং আমি একটিও ম্যাচে সুযোগ পাইনি। অনেক বড় ব্যবধান চলে গিয়েছে। আমি দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেট খেলিনি। শুধু আইপিএলে নয়, দেশের হয়েও।"
এরপর উমেশ বলেন, "আমাদের সুযোগ দরকার সাদা বলের ক্রিকেটে পারফর্ম করার জন্য। তাতে, কোনও আলাদা করে ধরা হবে না যে এই খেলোয়াড় লাল বল বা সাদা বলের বিশেষজ্ঞ। যদি আপনি সাদা বলের ক্রিকেটে সুযোগ না পান, তাহলে কিভাবে আপনি নিজেকে প্রমাণ করবেন? আমি শুধু নই, অনেক সিনিয়র খেলোয়াড় রয়েছে যারা লাল বলের ক্রিকেটে ভালো পারফর্ম করছে, অথচ আইপিএলে সুযোগ পাচ্ছে না।"
গত নিলামে একেবারে শেষের দিকে উমেশকে কিনেছিল কলকাতা। এই নিয়ে উমেশের বক্তব্য, "যখন আমার নাম গত নিলামে উঠেছিল, আমি অবিক্রিত থেকেছিলাম। যখন আমার নাম দ্বিতীয়বার এসেছিল, আমি আবারও অবিক্রিত রইলাল। কেকেআর আমায় বেছে নেয় যখন আমার নাম তৃতীয়বার আসে। আমি খুবই কৃতজ্ঞ কেকেআরের কাছে আমায় বাছার জন্য এবং আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। আমি কেকেআরে ২০১৪ থেকে ২০১৭ সাল অবধি খেলেছি এবং তাদের সাথে ভালো সম্পর্ক রেখেছি।"
আইপিএলের মাধ্যমে কি দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফিরে আসতে চান উমেশ? এই নিয়ে তিনি বলেছেন, "অবশ্যই। কেকেআরে আবারও যোগ দিতে পারাটা একটি ভালো জিনিস যা আমার সাথে ঘটেছে। আমি আশা করছি আরও বেশি ম্যাচ খেলার এবং বার্তাটা দেওয়ার যে আমি সাদা বলেও খেলতে পারি। যদি আমি ভালো করি, আমি নিশ্চিত নির্বাচকরা আমার দিকে তাকাবে এবং আমায় আবারও সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ দেবে। আর তার জন্য, আমায় আইপিএলে নিজের সেরাটা দিতে হবে। আমায় আরও পরিশ্রম করতে হবে এই সুযোগের জন্য। আমি নিশ্চিত যে আমি ভারতের হয়ে আবারও সাদা বলের ক্রিকেটে খেলতে পারব।"
শেষে উমেশ বলেন, "আমি খুবই খুশি ও উৎসাহিত কেকেআরে ফিরে আসতে পেরে। আমি নিশ্চিত আমাদের অধিনায়ক শ্রেয়াস আবারও কেকেআরকে খেতাব জেতাতে পারবেন। আমাদের শক্তিশালী স্কোয়াড রয়েছে। আমি ২০১৪ সালের দলের অংশ ছিলাম, যখন আমরা খেতাব জিতেছি, এবং আমি আবারও ফিরে আসতে পেরে খুশি।"