শ্রেয়াস আমার কাছে সেরা অধিনায়ক, দাবি উমেশের! বিশ্বকাপ নয়, এই লক্ষ্যে অবিচল পেসার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তরুণ নবপ্রজন্মের জন্য যেমন আইপিএল একটি বড় মঞ্চ হয়ে উঠেছে, আবার অনেক তারকারই কামব্যাকের মঞ্চ হয়ে ওঠে এই আইপিএল। আর চলতি আইপিএল যেন তারই ইঙ্গিত দেয়। আর এই কামব্যাকের ক্ষেত্রে বড় উদাহরণ হলেন উমেশ যাদব।
চলতি আইপিএলের প্রথমার্ধে দুর্দান্ত পারফর্ম করছেন উমেশ। কলকাতা নাইট রাইডার্স দুই কোটি টাকার বেস প্রাইসে কিনেছিল উমেশকে, আর তারপর নাইটদের বোলিংয়ের বড় অস্ত্র হয়ে উঠেছেন উমেশ। আর এই আইপিএল মঞ্চকে ভারতীয় দলে ফিরে আসার জন্য ব্যবহার করতে চান উমেশ।
২০১৯ সালে শেষবার ভারতের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেন উমেশ, মাত্র সাতটি টি২০ আন্তর্জাতিক খেলেছেন তিনি। তবে আইপিএলে উমেশের এই পারফর্মেন্স নিঃসন্দেহে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য নজর কেড়েছে। কিন্তু এখনই এত বড় লক্ষ্য নিয়ে চলতে নারাজ উমেশ, বরং ছোট ছোট পদক্ষেপ নিয়েই এগোতে চান।
এক সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে উমেশ বলেন, "আমি এতদুর ভাবিইনি (বিশ্বকাপ)। সব কিছু নির্ভর করবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের উপর। ভারত এই মেগা ইভেন্টে নামার আগে অনেক সাদা-বলের ম্যাচ খেলবে, আর আমায় প্রথমে সেই দলগুলিতে জায়গা করে নিতে হবে, আর এখানে পারফর্ম করে যেতে হবে। অবশ্যই বিশ্বকাপ আমার মাথায় রয়েছে, কিন্তু একজন ক্রিকেটার হিসেবে আমি ছোট ছোট লক্ষ্য তৈরি করি এবং পর্যায়ক্রমে তা অর্জন করার চেষ্টা করি।"
২০২০ সালের পর থেকে আবারও আইপিএলে নিয়মিত ম্যাচ পাচ্ছেন উমেশ। কিন্তু কিভাবে এই উত্তরণ ঘটল? এই নিয়ে উমেশ বলেছেন, "আমি সব সময় বিষয়গুলিকে সহজ করে ভাবি। আমি বিশেষ কিছুই করিনি, শুধু নিজের দুর্বলতাকে নিয়ে কাজ করেছি এবং আমার শক্তিগুলির উপর নজর দিয়েছি। আইপিএলে, আপনার বড় হৃদয় হতে হবে এবং সব সময় সম্ভাবনা থাকে কোনও দিন মার খাওয়ার। কিন্তু গুরুত্বপূর্ণ হল নিজের ফোকাস না হারিয়ে মাথা ঠান্ডা করে এগিয়ে চলা।"
কেকেআরে ভরত অরুণকে পেয়ে বেশ সাহায্য পেয়েছেন উমেশ। তিনি বলেছেন, "হ্যাঁ, আমরা অনেক দূর অবধি যাই। ও (ভরত) আমায় ভালোমত চেনে সেই ২০০৯ সাল থেকে যখন ও এনসিএ কোচ ছিল। তাই আমাদের যোগাযোগ খুবই সহজ ও সাধারণ হয়। যেহেতু ও আমার সীমাবদ্ধতা জানে, ফলে ওর সাথে পরিকল্পনা করা সহজ হয়।"
শেষে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে নিয়ে উমেশ বলেছেন, "এই দলে আমার একটি নির্দিষ্ট ভূমিকা রয়েছে। শ্রেয়াস আমার খেলা জানে আর আমার উপর ভরসা রাখে এবং আমায় নিয়ে ও খুব নিশ্চিন্ত। ও আমায় আমার শক্তি অনুযায়ী বল করতে বলে এবং ফলাফল নিয়ে চিন্তা করতে বারণ করে। এখনও অবধি ও আমার কাছে সেরা অধিনায়ক।"