আইপিএল ২০২৩ থেকে ছিটকে গেলেন ভারতের এই তারকা অলরাউন্ডার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএল ২০২৩ মরশুম থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। নিঃসন্দেহে এটি বড় ধাক্কা সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য।
যা খবর, হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গেলেন এই অফ স্পিনার। আর এর ফলে সুন্দরের পরিবর্ত খুঁজতে হবে হায়দ্রাবাদকে।
গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত খেলেন সুন্দর। ব্যাটে ২৪ রান ও বল হাতে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।
চলতি আইপিএলে সাতটি ম্যাচ খেলেছেন সুন্দর। এর মধ্যে ৮.২৬ ইকোনমিতে তিন উইকেট নেন তিনি। এদিকে ১৫ এর গড়ে মাত্র ৬০ রান করেন সুন্দর।