ভালো খবর KKR এর জন্য! ফর্মে ফিরেছেন এই তারকা ব্যাটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে ভালো ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন ম্যাচে দুই জয় - সব মিলিয়ে বেশ ভালো জায়গায় রয়েছে শ্রেয়াস আইয়ারের নাইট ব্রিগেড। এই পরিস্থিতিতে নাইট শিবিরের জন্য আরও ভালো খবর এল সামনে।
ইতিমধ্যেই এক অজি তারকা প্যাট কামিন্স দলে যোগ দিলেও আসেননি আর এক অজি ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। সদ্য ফিঞ্চ পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিয়েছেন। আর আইপিএল দলে যোগ দেওয়ার আগেই ভালো ছন্দে ফিরে এসেছেন ফিঞ্চ।
মঙ্গলবার একমাত্র টি২০ আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারায় অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে ৪৫ ম্যাচে ৫৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন অধিনায়ক ফিঞ্চ। এবং আইপিএল শিবিরে যোগ দেওয়ার আগে ফিঞ্চের ফর্মে ফেরা স্বস্তি দেবে নাইটদের।
ওপেনিংয়ে অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার এখনও অবধি ছন্দে আসেননি। এই পরিস্থিতিতে ফিঞ্চের এই দুর্দান্ত ফর্ম অবশ্যই নাইট টিম ম্যানেজমেন্টকে আরও ভালো অপশন দিল ওপেনিং স্লটের জন্য।