জয় সত্ত্বেও বড় শাস্তি পেলেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার পুনের এমসিএ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নাইট সমর্থকরা। তবে এই জয়ের আনন্দের মাঝেই এল খারাপ খবর! শাস্তির মুখে পড়েছেন নাইট ব্রিগেডের এই তারকা ক্রিকেটার।
কলকাতা নাইট রাইডার্সের বাঁ হাতি তারকা ব্যাটার নীতিশ রানার উপর আইপিএল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ এনেছে বিসিসিআই। এর জেরে রানাকে ম্যাচ ফিয়ের ১০ শতাংশ জরিমানা হিসেবে দিতে হবে। একই শাস্তির মুখে পড়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের সুপারস্টার পেসার জসপ্রীত বুমরাহও।
এই নিয়ে এক সরকারি বিবৃতিতে জানানো হয়, "কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানাকে শাস্তিভুক্ত করা হয়েছে এবং পুনেতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আইপিএল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগে ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হবে।"
যদিও ঠিক কি ঘটনার জন্য নীতিশ রানা ও জসপ্রীত বুমরাহ কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন, এই নিয়ে বিসিসিআই কোনও তথ্য প্রকাশ করেনি।
ম্যাচের কথা বললে, মুম্বই ইন্ডিয়ানের ১৬২ রানের টার্গেট মাত্র ১৬ ওভারে তুলে দেয় কলকাতা নাইট রাইডার্স। অজি তারকা প্যাট কামিন্স ব্যাট হাতে ১৫ বলে অপরাজিত ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন।