অধিনায়ক ব্যর্থ হলেই বড় রান করে দল! চাঞ্চল্যকর ব্যাপার আইপিএলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাধারণত কোনও দলের অধিনায়ক তাকেই করা হয়, যিনি দলের সেরা খেলোয়াড় বা ভরসাযোগ্য খেলোয়াড়। অধিনায়ক ভালো খেললে, সাধারণত দলও ভালো খেলে।
কিন্তু এবারের আইপিএলে একটি দলের ক্ষেত্রে বিপরীত কান্ড ঘটছে। অধিনায়ক ভালো না খেললেই সেই দল দুর্দান্ত খেলছে! আর সেই দল হল লখনউ সুপার জায়ান্টস।
হ্যাঁ, এটাই সত্যি। এবারের আইপিএলে দেখা যাচ্ছে, অধিনায়ক কেএল রাহুল বড় রান করলে লখনউ বড় রান করতে পারছে না। তবে রাহুল ২০ বা তার নীচে রান করলে লখনউ বড় রান তুলছে। এমনই চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এল।
এবারের আইপিএলে আটটি ম্যাচ খেলেছে লখনউ। এর মধ্যে, চারবার রাহুল ২০ এর বেশি রান করেছেন। সেই ম্যাচে লখনউয়ের স্কোর কেমন ছিল, চলুন দেখে নিই।
পাঞ্জাব কিংস - রাহুল ৭৪ (৫৬) - লখনউ ১৫৯
রাজস্থান রয়্যালস - রাহুল ৩৯ (৩২) - লখনউ ১৫৪
গুজরাট টাইটান্স - রাহুল ৬৮ (৬১) - লখনউ ১২৮
সানরাইজার্স হায়দ্রাবাদ - রাহুল ৩৫ (৩১) - লখনউ - ১২৭
এদিকে রাহুল যখন ২০ বা তার নীচে রান করেছেন, তখন লখনউ বড় বড় রান করেছে। চলুন দেখে নিই সেই তথ্য।
পাঞ্জাব কিংস - রাহুল ১২ (৯) - লখনউ ২৫৭
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর - রাহুল ১৮ (২০) - লখনউ ২১৩
চেন্নাই সুপার কিংস - রাহুল ২০ (১৮) - লখনউ ২০৫
দিল্লি ক্যাপিটালস - রাহুল ৮ (১২) - লখনউ ১৯৩
সুতরাং তথ্যই বলে দিচ্ছে, রাহুলের ব্যাট না চললে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং ঝলসে ওঠে। তবে তা সত্ত্বেও এটি গুরুত্বপূর্ণ, কেএল রাহুল লখনউয়ের অন্যতম ভরসা।