লর্ডসের সৌরভকে মনে করিয়ে দিলেন গুজরাটের এই খুদে ক্রিকেট ভক্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অধিনায়ক পরিবর্তন হলেও পারফর্ম্যান্সে কোনও প্রভাব পরেনি গুজরাট টাইটান্স দলে। তরুণ অধিনায়ক শুভমান গিলের তত্ত্বাবধানে তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে গুজরাট দল। এর আগে মাত্র দুটি মরশুম খেললেও গুজরাটের এই ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে বড় একটি ফ্যান-বেস বানিয়ে নিয়েছে। গুজরাটের সেই সমর্থকগোষ্ঠিরই এক অসাধারণ দৃশ্য দেখা যায় আহমেদাবাদের স্টেডিয়ামে, যা দেখলে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জামা ওড়ানো সৌরভ গাঙ্গুলির কথা মনে পড়ে যাবে।
২০২২ আইপিএলে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স, ২০২৩ আইপিএলে রানার্স আপ। স্বাভাবিক ভাবেই এই দলের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ হবেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় গুজরাট টাইটান্সের এক খুদে ভক্ত আনন্দ প্রকাশ করতে গিয়ে নিজের জামা খুলে আকাশে ওড়াতে থাকে এবং আনন্দে নাচতে থাকে।
বৃহস্পতিবার পাঞ্জাবের বিরুদ্ধে আহমেদাবাদে আইপিএলের পরবর্তি ম্যাচ খেলতে নামবে গুজরাট টাইটান্স।