খেলোয়াড়রা ভালো না খেলেও জয় পাচ্ছে KKR! বড় দাবি করে বসলেন প্রাক্তন এই নাইট তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আর এই ম্যাচের আগে নাইটদের নিয়ে বড়সড় বিবৃতি দিয়েছেন প্রাক্তন ভারত ও কেকেআর ওপেনার আকাশ চোপড়া।
নিজের ইউটিউবে আকাশ চোপড়া জানিয়েছেন, একাধিক খেলোয়াড়রা ভালো না খেলেও জয় পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এর কারণ হিসেবে নাইটদের শক্তিশালী দলকেই তুলে ধরছেন চোপড়া।
এই নিয়ে আকাশ চোপড়া বলেছেন, "কেকেআরের গল্পটা একটু আলাদা। শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানারা খেলতে পারেনি। অজিঙ্ক রাহানে ও আন্দ্রে রাসেল কেবল একটি ভালো ইনিংস খেলেছে। তবুও, ওরা দুটি জয় পেয়েছে। এত খেলোয়াড়রা ভালো না খেলেও, কেকেআর জয় পেয়েই চলেছে। এতেই বোঝা যায় দলের শক্তি।"
এদিকে আকাশ চোপড়া মনে করেন, ভেঙ্কটেশ আইয়ারকে খুব তাড়াতাড়ি রানে ফিরতে হবে, নইলে ওর ফর্ম আরও খারাপ হবে। এই নিয়ে আকাশ বলেছেন, "ভেঙ্কটেশ আইয়ারকে জ্বলে উঠতে হবে। কারণ ও নিজের মান অনুযায়ী উঠে দাঁড়াতে পারেনি। কেকেআরকে বুমরাহের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যদিও ওকে বাঁচিয়ে খেলতে পারে, আইয়ার রানে ফিরবে।"
শেষে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের লেগ স্পিনারদের প্রতি দূর্বলতা নিয়ে আকাশ বলেছেন, "শ্রেয়াস আইয়ারকে লেগ স্পিনারদের বিরুদ্ধে অতি-আক্রমণাত্মক হওয়া বন্ধ করতে হবে। ও লেগিদের কাছে বেশি আউট হচ্ছে - প্রথমে হাসরঙ্গা, তারপর চাহার। ও বড় শট খেলতে গিয়ে আউট হচ্ছে।"